ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাংনীতে অপহরণকারীর হাত থেকে রক্ষা পেল শিশু সাদিয়া

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
গাংনীতে অপহরণকারীর হাত থেকে রক্ষা পেল শিশু সাদিয়া

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার নওপাড়ায় গ্রামবাসীর ধাওয়ায় অপহরণকারীর হাত থেকে রক্ষা পেল সাদিয়া খাতুন (১০) নামের এক শিশু।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়া গাংনী উপজেলার নওপাড়া গ্রামের ইয়াসিন আলীর মেয়ে।

 

স্থানীয়রা জানান, সাদিয়া তার বাড়িতে ঘোরাঘুরি করছিলো। এ সময় অচেনা এক নারী তাকে নিয়ে পালানোর চেষ্টা করেন। সাদিয়ার চিৎকারে গ্রামবাসী ধাওয়া করলে ওই নারী তাকে ভাটপাড়া ডিসি ইকোপার্কের পাশে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ঘটনার পর এলাকায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসীকে সচেতন করতে মাইকিং করে অপরিচিত লোক দেখলে তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য বলা হচ্ছে।  
সাদিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৩৯ ঘণ্টা, জুন ২১,২০১৭
এমসি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।