ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচলে ধীরগতি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলছে ধীরগতিতে-ছবি-বাংলানিউজ

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ার পরও ধীরগতিতে চলছে যানবাহন। 

ঈদকে সামনে রেখে অতিরিক্ত যানবাহনের চাপ, দুর্ঘটনা, মাঝপথে যানবাহন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই এ ধরনের যানজটের সৃষ্টি হচ্ছে। ঈদের ছুটি শুরু হলে আরও বেশি যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

তবে পুলিশ জানিয়েছে যানজট নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।  

হাইওয়ে পুলিশের গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বাংলানিউজকে জানান, কোথাও গাড়ি বিকল হলে পুলিশ গিয়ে রেকার দিয়ে তা সরাতে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় ল‍াগে। এসময়ে দু’পাশে যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। রাতের বেলায় এ পরিস্থিতি হলে অনেক গাড়ির চালক ঘুমিয়ে পড়েন। বিকল হওয়া বা দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লাগে। মঙ্গলবার (২০ জুন) রাতে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরিয়ে নেওয়ার পরও অতিরিক্ত গাড়ির চাপ থাকায় যানবাহন ধীরগতিতে চলছে বলে তিনি স্বীকার করেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম বাংলানিউজকে জানান, মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। রাত থেকেই মহাসড়কে ১ হাজার পুলিশ সদস্য যানজট নিরসনে দায়িত্ব পালন করছে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, জুন ২১, ২০১৭
আরআর

**ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।