ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্লীলতাহানির মামলায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
শ্লীলতাহানির মামলায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

ঢাকা: শিক্ষিকার শ্লীলতাহানির মামলায় গ্রেফতারকৃত রাজধানীর খিলগাঁও গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার হাইস্কুলের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মঙ্গলবার (২০ জুন) ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে আদেশ জারিও করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
 
অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়ায় এদিন হেলাল উদ্দিনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মাউশি থেকে গভর্নিং বডিকে নির্দেশ পাঠানো হয়েছে।


 
মাউশির সহকারী পরিচালক (মাধ্য-২) দূর্গা রানী শিকদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রধান শিক্ষক হেলাল উদ্দিন খণ্ডকালীন শিক্ষিকার শ্লীলতাহানি করেছেন এমন অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ অবস্থায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী মাউশির মহাপরিচালক ছাড়াও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলেছেন।
 
বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এমআইএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad