ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট-ছবি-বাংলানিউজ

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ঘারিন্দা থেকে মির্জাপুর পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) রাত পৌনে ১০টায় মহাসড়কের বাঐখোলা এলাকায় একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বঙ্গবন্ধু সেতুর দুইপাশেই যানজটের সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশের গোড়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারী বাংলানিউজকে জানান, রেকার দিয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান সরানোর চেষ্টা চলছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।