ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জুন ২০, ২০১৭
সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬ ডাকাতির প্রস্তুতিকালে আটকেরা-ছবি-বাংলানিউজ

সিলেট: সিলেটে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছোরা, কাটার মেশিনসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 
মঙ্গলবার (২০ জুন) বিকেলে নগরীর চৌখিদেখি এলাকা থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করে।

আটকেরা হলেন-কয়েস (২০), রাব্বি (১৯), রবিন (২১), লিহাদ (১৯), অপু (১৮) এবং আবু বকর (২২)। সকলেই নগরীর টিলাগড় এলাকার বাসিন্দা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে নিশ্চিত করে জানান,  ঈদবাজারকে টার্গেট করে সিলেটে ছিনতাই ও বাসাবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল সেট, ছোরা, কাটার মেশিনসহ অন্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ডাকাতির মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।