ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফকিরাপুলে দুর্ঘটনায় ছাপাখানা শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
ফকিরাপুলে দুর্ঘটনায় ছাপাখানা শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর ফকিরাপুলে ছাপাখানায় কাজ করার সময় দুর্ঘটনায় নাঈম হোসেন (১৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফকিরাপুল বাগিচা ২৬২ নম্বর ভবনে "এইচএম ড্রাই কাটিং অ্যান্ড পেস্টিং" নামের ছাপাখানায় এ দুর্ঘটনা ঘটে।

মাঈম জামালপুর সদর উপজেলার বটতলা গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

মতিঝিল আরামবাগ স্কুল গলির একটি বাসায় মায়ের সঙ্গে থাকতেন।

ছাপাখানার মালিক মো. মানিক জানান, ‘মৃত নাইম ছাপাখানায় কাজ করতো। সন্ধ্যায় মেশিনে কাজ করায় সময় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি জানান। তিনি বলেন,  মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এজেডএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।