ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীলঙ্কার বন্যার্তদের জন্য বাংলাদেশের ৫ লাখ ডলার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
শ্রীলঙ্কার বন্যার্তদের জন্য বাংলাদেশের ৫ লাখ ডলার

ঢাকা: বন্যার্ত ও ভূমি ধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার হাতে পাঁচ লাখ মার্কিন ডলারের (৪ কোটি ১৫ লাখ টাকা) চেক তুলে দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।

মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সময় সকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি এই চেক তুলে দেন।  

ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সরকারের এই অর্থসহায়তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট।

এছাড়া তিনি গত সপ্তাহে বাংলাদেশে ঘটে যাওয়া পাহাড়ধসে নিহত ও সম্পদের ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কয়েক দশকের বেশি অভিজ্ঞতা ও দক্ষতার কথা উল্লেখ করে তিনি শ্রীলঙ্কায় এ চ্যালেঞ্জ মোকাবিলায় উৎসাহের কথা জানান।

গত মে মাসে আকস্মিক বন্যায় শ্রীলঙ্কায় তিন শতাধিক মানুষ প্রাণ হারান। এছাড়া ব্যাপক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দেশটি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ