ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জুন ২০, ২০১৭
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত/ছবি: দীপু

ঢাকা: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি  মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলের পাশাপাশি ‘বর্তমান সরকারের উন্নয়ন ধারা’ শীর্ষক বছরব্যাপী প্রচার কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক।
 
প্রধান অতিথি হিসেবে ব্যানারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নাম লেখা থাকলেও তিনি আসেননি।

পরে জানানো হয়, একনেক মিটিং থাকায় অর্থমন্ত্রী আসতে পারনেনি।  
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বার কাউন্সিলের ভাইস চেয়ার‌ম্যান আবদুল বাসেত মজুমদার, উপদষ্টো মন্ডলীর অপর সদস্য অ্যাডভোকেট মোজাফফর হোসেন পল্টু, মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা প্রমুখ।
 
বক্তব্যে আবদুল বাসেত মজুমদার বলেন, বাংলাদেশের উন্নয়ন চলমান। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। আজকে দেশ বিদেশে সবখানে বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের কর্মকাণ্ড প্রচারের জন্য আমরা সহায়ক শক্তি হিসেবে কাজ করবো। দেশের মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরবো।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুন ২০,২০১৭
ইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।