ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, জুন ২০, ২০১৭
গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত সামুদ হক্কানি (৫২) মারা গেছেন।

মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সামুদ সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের বাসিন্দা।

এর আগে সোমবার (১৯ জুন) দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের নাদের আলীর লোকজনের হামলায় আহত হন তিনি।

সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান বাংলানিউজকে জানান, সোমবার দুপুরে স্থানীয় আরিফ মিয়ার সঙ্গে নাদের আলীর জমি নিয়ে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় আরিফের প্রতিবেশী সামুদসহ তার পক্ষের চারজন আহত হন।

পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালসহ রমেকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সামুদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।