ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় লবণাক্ত অঞ্চলের দেশি ফল প্রদর্শনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, জুন ২০, ২০১৭
সাতক্ষীরায় লবণাক্ত অঞ্চলের দেশি ফল প্রদর্শনী বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় উপকূলীয় লবণাক্ত অঞ্চলে জন্মানো দেশীয় ফলের প্রদর্শনী-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে সাতক্ষীরার বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের প্রশিক্ষণ ভবনের সামনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ব গবেষণা কেন্দ্র এই প্রদর্শনীর আয়োজন করে।

কৃষি গবেষণা কেন্দ্রের (বিএআরআই) পরিচালক কৃষিবিদ ড. তপন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক কৃষিবিদ ড. লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে এসময় বক্তব্য রাখেন-কৃষিবিদ ড. মদন গোপাল সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস ও বিনেরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আতিকুর রহমান।  

এতে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও নড়াইল জেলার শতাধিক কৃষক আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সফেদা, করমচা, বেলসহ বিভিন্ন ফল প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।