ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে চোরাই মালামালসহ জামাই-শাশুড়ি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
সিলেটে চোরাই মালামালসহ জামাই-শাশুড়ি আটক সিলেটে চোরাই মালামালসহ জামাই-শাশুড়ি আটক

সিলেট: সিলেটে মোবাইল কোম্পানি এয়ারটেলের চুরি হওয়া মালামাল ও নগদ দুই লাখ টাকাসহ শাশুড়ি ও জামাইকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) বিকেলে নগরীর মাছিমপুর শুটকি আড়ৎ সংলগ্ন আজাদ মিয়ার কলোনী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নেত্রকোনার পূর্বদর্গা ইউনিয়নের খোজার গ্রামের মৃত ইছাক আলীর ছেলে আরিফ আলী ও তার শ্বাশুড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগরের মিন্টু মিয়ার স্ত্রী জামিলা খাতুন।


 
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা বাংলানিউজকে জানান, ৯ জুন সিলেট নগরীর কাজিটুলা এয়ারটেল অফিসে চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আজাদ মিয়ার কলোনীতে অভিযান চালিয়ে নগদ দুই লাখ টাকা, ১৪টি হুয়াই ট্যাব, ১০টি চার্জার ও চোরাইকাজে ব্যবহুত সরঞ্জামসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, জুন ২০, ২০১৭
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।