ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোহাম্মদপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
মোহাম্মদপুরে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে লিমন সরদার (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মোহাম্মদপুরের বসিলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

লিমন বরিশালের আগৈলঝড়া উপজেলার চিংগুটিয়া গ্রামের রড মিস্ত্রী হাবুল সরদারের ছেলে।

সে বসিলা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। বর্তমানে তারা মোহাম্মদপুর বসিলা শাহিনুর মসজিদ গলির একটি টিনসেড বাসায় ভাড়া থাকে।

লিমনের বাবা হাবুল বাংলানিউজকে জানান, ইফতারের পর ঈদের কেনাকাটা করার জন্য লিমন তার মায়ের কাছে টাকা চায়। টাকা না দেওয়া মায়ের সঙ্গে লিমনের ঝগড়া হয়। এক পর্যায়ে লিমন বাসায় এসে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের আড়ার সঙ্গে লিমনকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, লিমনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।