[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪২৫, ২৪ এপ্রিল ২০১৮

bangla news

সাভারে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা নর্থ ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৯:০৯:৪০ পিএম
আটকের প্রতীকী

আটকের প্রতীকী

সাভার (ঢাকা): সাভারে আট হাজার পিস ইয়াবাসহ আমিনবাজার ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শামিম মোল্লাকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (১৯ জুন) বিকেলে তাকে আমিনবাজারের বেগুনবাড়ি এলাকা থেকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকা থেকে শামিম মোল্লাকে আট হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা বিক্রি করে আসছিলো। তিনি আমিনবাজার ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

অন্যদিকে, আশুলিয়ার কাইচাবাড়ি এলাকা থেকে পাঁচ কেজি গাঁজা ও ৫০ পিস ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশের (ওসি) এফএম সায়েদ বাংলানিউজকে বলেন, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa