[x]
[x]
ঢাকা, শনিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৬ মে ২০১৮

bangla news

সুরমার পানি বিপদসীমার উপর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৮:৫৪:৩৫ পিএম
সুরমা নদীর ছবি- সংগৃহীত

সুরমা নদীর ছবি- সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সোমবার (১৯ জুন) দুপুরের দিকে মুষলধারে বৃষ্টির পর সুরমায় পানির চাপ বেড়ে যায়। এক পর্যায়ে তা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।

এদিকে কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হচ্ছেন না।

পানি বৃদ্ধির কারণে জেলার কয়েকটি উপজেলা বিশ্বম্ভরপুর, ছাতক, দোয়ারাবাজারের নিম্নাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে।

এভাবে টানা বৃষ্টি অব্যাহত থাকলে পুরো জেলা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার  আশংকা করছেন বাসিন্দারা।

সুরমা পাড়ের বাসিন্দা লিপসন আহমদ বাংলানিউজকে বলেন, বৃষ্টি আমাদের জীবন বিপর্যস্ত করেছে। বৃষ্টির কারণে যেভাবে পানি বাড়ছে তাতে বন্যার সম্ভাবনা রয়েছে। আর এ পরিস্থিতিতে বন্যা হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভূইয়া বাংলানিউজকে বলেন, অতি বৃষ্টির কারণে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বিপদসীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে পানি বেড়ে বন্যা সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa