ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনবাগে অস্ত্রসহ নয় ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
সেনবাগে অস্ত্রসহ নয় ডাকাত আটক সেনবাগে অস্ত্রসহ নয় ডাকাত আটক

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ নয় ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) ভোরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলায় এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরের দিকে জেলা জজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সুমন হোসেন (১৮), একই উপজেলার সফিকুল ইসলাম সবুজ (৩৫), মো. ইউসুফ (৩৫), জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার  মো. আইয়ুব (২০), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মামুন হোসেন (১৮), একই জেলার আখাউড়া উপজেলার মাসুম খাঁ (১৮), মো. তারেক (২৫), মো. মাসুম মিয়া (২৮) ও সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কামাল হোসেন (২২)।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বীজবাগ ইউনিয়নের ইয়ারপুর বটতলা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এই নয় ডাকাত সদস্যকে আটক করা হয়। পরে দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।