[x]
[x]
ঢাকা, শুক্রবার, ১ পৌষ ১৪২৪, ১৫ ডিসেম্বর ২০১৭

bangla news

শেবাচিমে সরকারি ওষুধ পাচারের ঘটনায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৮:৩০:৩০ পিএম
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের সরকারি ওষুধ পাচারের অভিযোগে দু’জনকে আটক করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

আটকরা হলেন- হাসপাতালের সাব স্টোর ইনচার্জ সাইফুল ইসলাম লিটন ও সাব স্টোরের ফার্মাসিস্ট শিশির রঞ্জন হালদার।

সোমবার (১৯ জুন) দুপুরে আটকদের বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক অমিত কুমার দে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস মোল্লা জানান, আটকদের পাঁচদিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়েছে। বিচারক আবেদনটি শুনানির জন্য অপেক্ষমান রেখেছেন।

তিনি জানান, স্টোর থেকে ওষুধ পাচারের সঙ্গে আটকদের কিছুটা সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তবে এখনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য পাওয়া যায়নি। যে কারণে পাঁচদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Alexa