[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৭ আষাঢ় ১৪২৫, ২১ জুন ২০১৮

bangla news

ফুলবাড়ীতে নদীতে ডুবে যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৭:৪৬:১৭ পিএম
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা

দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা

দিনাজপুর: দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার ছোট যমুনা নদীতে ডুবে মো. মন্টু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত মন্টু উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

দিনাজপুর ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসিম হাবীব বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে কয়েকজন বন্ধুসহ মন্টু ওই নদীতে গোসল করতে যায়। পরে নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে হঠাৎ মন্টু পানিতে তলিয়ে যায়। এ সময় বিষয়টি বুঝতে পেরে বাকীরা তাকে উদ্ধারে খোঁজা-খুঁজি করে না পেয়ে স্থানীদের জানায়।

পরে স্থানীয়রা নদীতে সন্ধান করে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মন্টুকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলেও জানান ওসি শেখ নাসিম হাবীব।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa