ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বর্ষণে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বর্ষণে খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা প্লাবিত

খাগড়াছড়ি: দিনভর টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরের সব নিচু এলাকা প্লাবিত হয়েছে। পৌরসভা এলাকার মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শান্তিনগর, চেঙ্গীব্রিজ এলাকা এবং জেলা সদরের কালাডেবা, বটতলি, কমলছড়িসহ বির্স্তীণ এলাকায় পানি জমেছে।

সোমবার (১৯ জুন) বিকেল ৪টার পর বিভিন্ন এলাকায় হঠাৎ পানি বাড়তে শুরু করে।  

এদিকে পানিতে মুসলিমপাড়া, গঞ্জপাড়াসহ কয়েকটি এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বহু কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে কয়েকটি পরিবার আশ্রয় কেন্দ্রে উঠেছে। এছাড়া চেঙ্গীনদীর দু’কূল উপচে পানি ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে।  

জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের জন্যে ৫টি আশ্রয় কেন্দ্র খুলেছে বলে জানা গেছে। এছাড়া দীঘিনালা উপজেলার বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।