[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

শ্রীমঙ্গলে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৬:৪৬:২৫ পিএম
বক্তব্য রাখছেন অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম- ছবি: বাংলানিউজ

বক্তব্য রাখছেন অতিরিক্ত ডিআইজি মো. নজরুল ইসলাম- ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: পর্যটন নগরী শ্রীমঙ্গলের ‘ওপেন হাউজ ডে’ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত মুক্ত আলোচনায় নগরীরর বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে। কর্তৃপক্ষ সেগুলো লিপিবদ্ধ করে সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুরে শ্রীমঙ্গল থানায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. নজরুল ইসলাম।

অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রীমঙ্গল সার্কেলের দায়িত্বে নিয়োজিত খন্দকার আশফাকুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত পুলিশ সুপার আনেয়ারুল হক, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম প্রমুখ।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল।

উপস্থিত অতিথিদের মধ্যে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান, সাংবাদিক মামুন আহমেদ, সমাজকর্মী সুশীল শীল, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর মীর এম এ সালাম।

মৌলভীবাজার পুলিশ সুপার এবং শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা উভয়ই পাহাড় ধসের প্রসঙ্গ উল্লেখ করে মতামত ব্যক্ত করেন।

পাহাড়-টিলা মাটি কেটে বিপদ ডেকে নিয়ে আসায় সবাইকে সতর্কতা অবলম্বন করার জন্য সংশ্লিষ্টদের ও সচেতন নাগরিদের এগিয়ে আসার আহবান জানান।

সভায় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সবার কথা শুনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বিবিবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa