ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবহাটায় ৬৭ লাখ টাকার চোরাই পণ্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
দেবহাটায় ৬৭ লাখ টাকার চোরাই পণ্য আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬৭ লাখ ৩২ হাজার ৮০০ টাকার বিভিন্ন পণ্য  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

সোমবার (১৯ জুন) বেলা পৌনে ১২টায় বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) সামছুল আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকাল চেকপোস্টের হাবিলদার মো. হাবিবুল্লাহ আল বাকীর নেতৃত্বে রোববার রাতে বিজিবির একটি দল দেবহাটা উপজেলার পারুলিয়া-ঘোষপাড়া রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এসময় চোরাই পথে আনা ৮০ পিস ভারতীয় থ্রি-পিস, ৭৬ পিস পাঞ্জাবি, ৬৪০ মিটার থান কাপড় এবং ভারতীয় ইমিটেশনের ৩৭০টি গলার হার, এক হাজার ৩২ জোড়া কানের দুল, ৭৬০টি চুলের ক্লিপ, ৭০টি আংটি, ৫৬ জোড়া নুপুর, ১২৪০টি গলার চেন, নয় হাজার ৩৫২ জোড়া চুড়ি ও এক হাজার ২৭২ জোড়া চশমা আটক করা হয়। যার মূল্য প্রায় ৬৭ লাখ ৩২ হাজার ৮০০ টাকা।  

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।