[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১১ বৈশাখ ১৪২৫, ২৪ এপ্রিল ২০১৮

bangla news

ঈদের খুশিতে হাসবে ফেনীর ৭শ’ সুবিধাবঞ্চিত শিশু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৬:২৪:৩৬ পিএম
ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ

ফেনী: ঈদের খুশিতে হাসবে ফেনীর ৭শ’ সুবিধাবঞ্চিত শিশু। ‘আমরা ক’জন স্বেচ্ছাসেবক’ নামের একটি সংগঠনের উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলের মোট ৭শ’ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে ফেনী জেলা রেড ক্রিসেন্ট ইউনিটি কার্যালয়ে ঈদবস্ত্র বিতরণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় সংগঠনের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা ও ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।

বিশেষ অতিথি ছিলেন- সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আরিফুল আমিন রিজভী, রেড ক্রিসেন্ট ফেনী ইউনিটের কার্যকরী কমিটির সদস্য হাসিনা আক্তার নিঝুম, রেড ক্রিসেন্ট ফেনী জেলা ইউনিটের সহকারী পরিচালক, আমরা ক’জন স্বেচছাসেবক ফেনী’র প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম রবিন, সাবেক সভাপতি আবু সাঈদ ও সাংবাদিক দুলাল তালুকদার।

উদ্বোধন কালে ১শ’ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে ফেনী জেলার প্রত্যন্ত অঞ্চলে আরও ৬শ’ শিশুসহ মোট ৭শ’ শিশুকে এবার ঈদবস্ত্র বিতরণ করা হবে বলেও সংগঠনটি জানায়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa