[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ১১ বৈশাখ ১৪২৫, ২৪ এপ্রিল ২০১৮

bangla news

বানিয়াচংয়ে চান্দের গাড়ি উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৬:২৪:০১ পিএম
বানিয়াচংয়ে চান্দের গাড়ি উল্টে নিহত ১

বানিয়াচংয়ে চান্দের গাড়ি উল্টে নিহত ১

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ভাটিপাড়া এলাকায় চান্দের গাড়ি (জিপ) উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন একজন।

মঙ্গলবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টায় হবিগঞ্জ-বানিয়াচং সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও নিখোঁজ ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, বিকেলে একটি চান্দের গাড়ি যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে বানিয়াচং যাচ্ছিল। পথে ভাটিপাড়ায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান। এসময় নিখোঁজ হন আরেকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa