ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শফিকুল হত্যায় মামলার সাজাপ্রাপ্ত আসামি আসলাম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
শফিকুল হত্যায় মামলার সাজাপ্রাপ্ত আসামি আসলাম গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র শফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।  

সোমবার (১৯ জুন) ভোরে রূপগঞ্জ উপজেলার দড়িকান্দি সরকারপাড়া এলাকা থেকে আসলাম ভূঁইয়া (৪৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।

আসলাম সরকার এলাকার মৃত ওয়াজিউদ্দিন ভূঁইয়ার ছেলে।

তিনি শফিকুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
 
র‌্যাব-১১ এর মেজর আশিক বিল্লাহ জানান, আসলাম ভূঁইয়া তার সন্ত্রাসী দল নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সফিকুল ইসলামকে গুলি করে নির্মমভাবে হত্যা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু হলে বিজ্ঞ আদালত আসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আসলাম দীর্ঘ ১২ বছর ধরে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের জোর প্রচেষ্টায় সোমবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।