[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৪ মে ২০১৮

bangla news

মুকসদপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৪:৩০:৩৮ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। 

সোমবার (১৯ জুন) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- বিআরটিসির বাসের চালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২) ও ভোলার মুন্নি আক্তার (১৮)। 

ফরিদুপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজাজুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ছাগলছিড়া এলাকায় ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী গোল্ডেন লাইনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আবুল সিকদার ও অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন। এসময় আহত হন অন্তত ২৭ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে মুন্নি আক্তার ও কাওসারের মৃত্যু হয়। 

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa