ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু ট্রেনের ফাইল ফটো

দিনাজপুর: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে চিরিরবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খালেকের গ্রামের বাড়ি চিরিরবন্দর উপজেলার এলএসডি গোডাউন পাড়ায়।

দিনাজপুর চিরিরবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দিনাজপুর বিরল স্টেশন থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার একপ্রেস ট্রেনটি চিরিরবন্দর স্টেশন বাজারের কাছে পৌছলে আব্দুল খালেক ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর পরই সংশ্লিষ্ট থানায় সংবাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।