ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
মাগুরায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মাগুরা: মাগুরা সদর উপজেলার নালিয়াডাঙ্গী ও মঘি গ্রামে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নালিয়াডাঙ্গী গ্রামের কলমদী বিশ্বাস (৪৮) ও মঘি গ্রামের আব্দুল আহাদ শেখ (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে,  দুপুরে নালিয়াডাঙ্গী গ্রামের সবজি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন কলমদী।

এই অবস্থায় কলমদীকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় একই সময় সদর উপজেলার মঘি গ্রামের মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাত হলে আব্দুল আহাদ শেখ আহত হন। আহত এই কৃষককে উদ্ধার করে ওই হাসপাতালে নিলে তাকেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বিশ্বাস বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।