ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট নির্মাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
মুক্তিযোদ্ধাদের জন্য ৮ হাজার ফ্ল্যাট নির্মাণ

জাতীয় সংসদ ভবন থেকে: মুক্তিসন্তানদের পুনর্বাসনের জন্য বর্তমান সরকার ৮ হাজার ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মুক্তিযোদ্ধার অনুপাতে প্রতি জেলা-উপজেলাতে বহুতল ভবন নির্মাণ করা হবে বলেও জানান মন্ত্রী।
 
সোমবার (১৯ জুন) জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এমন তথ্য জানান।


 
মন্ত্রী বলেন, দেশে ভূমিহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে। ২৭১ দশমিক ১২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় ৫শ’ বর্গফুটের একটি পাকা বাড়ি নির্মাণ করা হচ্ছে। এ পর্যন্ত মোট দুই হাজার ৯শ’ ৭১টি বাড়ি  নির্মাণের লক্ষমাত্রা রয়েছে।

এ পর্যন্ত দুই হাজার ২শ’ ৬৩টি বাড়ি তৈরি হয়ে গেছে। বাকি ৩শ’ ৮৭টি বাসস্থান তৈরির কাজ চলমান রয়েছে বলেও সংসদকে জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসএম/জিপি

** ৩১ লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।