[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৯ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ৩:০৫:২০ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল মান্নান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৯ জুন) দুপুর দেড়টায় উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আবদুল মান্নান মোটরসাইকেল চালক ছিলেন। তার বাড়ি বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে আবদুল মান্নান নামে ওই ব্যক্তি দুর্গাপুর থেকে বাড়ি ফিরছিলেন। তিনি গোপালপুর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

এই ঘটনায় মোটরসাইকেলের চালক আবদুল মান্নান ছিটকে রাস্তার ওপরে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছে। বর্তমানে ট্রাকটি পুলিশ হেফজতে নেওয়া হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক রয়েছে। নিহতের মরদেহ ঘটনাস্থলেই রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa