ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
মৌলভীবাজারে গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন মানববন্ধনের একাংশ-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারে ওয়ার্কশপে ঢুকে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক ইউনিয়ন।

সোমবার (১৯ জুন) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সংগঠনের সভাপতি আব্দুর রবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রায়হান কুতুব, সাবেক সাধারণ সম্পাদক এমি জামান টুটুল, যুগ্ম-সম্পাদক সাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, গেরেজ মালিক আলি আহমদ প্রমুখ।

এসময় আলি আহমদ বলেন, গত ৬ জুন রাতে আমার গ্যারেজে ঢুকে সন্ত্রাসীরা গ্রাহকের গাড়ি পুড়িয়ে দিয়েছে। এখন আমি কিভাবে এত দামি গাড়ির মূল্য পরিশোধ করব জানি না। পুলিশের কাছে সিসি টিভি ফুটেজ থাকার পরও তারা অপরাধীদের ধরছে না।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বিবিবি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।