ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লন্ডনের আগুন, পাহাড় ধসের ঘটনায় শোক প্রস্তাব মন্ত্রিসভায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
লন্ডনের আগুন, পাহাড় ধসের ঘটনায় শোক প্রস্তাব মন্ত্রিসভায়

ঢাকা: অতি বর্ষণে দেশের কয়েকটি জেলায় পাহাড় ধস ও ব্রিটেনের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৯ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, খাগড়াছড়ি ও মৌলভীবাজারে এ পর্যন্ত ১৬০ জনের প্রাণহানি ঘটেছে।

পাশাপাশি লন্ডনের অগ্নিকাণ্ডেও অনেক লোক হতাহত হয়েছেন এবং অনেক লোক নিখোঁজ রয়েছেন।  এই দুই ঘটনায় শোক প্রস্তাব গ্রহণ করা হয় মন্ত্রিসভায়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।