[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

ফরিদপুরে বজ্রপাতে মা-ছেলেসহ ৫ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ২:৪১:৪০ পিএম
প্রতীকী

প্রতীকী

ফরিদপুর: ফরিদপুরের সালথা উপজেলায় বজ্রপাতে একই পরিবারের দুইজনসহ ৩ জন এবং চরভদ্রাসন ও সদর উপজেলায় একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত দিনের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।

সালথা উপজেলায় একই পরিবারের নিহত দুইজন মা-ছেলে। মায়ের নাম হেলেনা বেগম, ছেলের নাম হেলাল। এ উপজেলায় অপর নিহতের নাম হেলাল। তাৎক্ষণিক তাদের বয়স জানা যায়নি।

চরভদ্রাসনে নিহতের নাম শেখ আদেল (৪০)। আর সদর উপজেলায় নিহতের নাম ওমর ফারুক (৪৫)।

নিহত শেখ আদেল এবং ওমর ফারুক কৃষিকাজ করতেন বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

** ফরিদপুরে বজ্রপাতে একই পরিব‍ারের ৩ জনসহ নিহত ৫

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭/আপডেট: ১৪৫০ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa