[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৭ বৈশাখ ১৪২৫, ২০ এপ্রিল ২০১৮

bangla news

আষাঢ়ের বৃষ্টিতে স্থবির জনজীবন

অন্তু মুজাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৬-১৯ ১২:০৮:২৮ পিএম

আষাঢ়ের স্থবির জনজীবন-ছবি: শাকিল আহমেদ

ঢাকা: আকাশ এতো কাঁদছে কেন? কেউ কি তাকে গাল দিলো? ছিঁচকাদুনে মেঘের সাথে গাছগুলি কি তাল দিলো? হাঁ কবির কবিতার ভাষা সত্য করে গাঢ় কালো মেঘে ঢেকে গেলো রাজধানীর সমস্ত আকাশ।

চারিদিকে বইছে ঠাণ্ডা বাতাস। এরপর শুরু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আষাঢ়ের এমন বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন।

সোমবার (১৯ জুন) সকালে রাজধানীর সায়েদাবাদ, মানিকনগর ও কমলাপুর এলাকায় বৃষ্টির এ নাটকীয়তা দেখা যায়।

সকাল ১০টার পর থেকে রাজধানীর সমস্ত আকাশে ভর করে কালো মেঘ। এরপর শুরু হয় মেঘের লুকোচুরি আর দিক্বিদিক ছোটাছুটি। মেঘের এহেন খেলায় নিরাপদ আশ্রয়ের জন্য শুরু হয় লোকদের ছোটাছুটি। থেমে যায় রিকশার চাকাও। বৃষ্টির কারণে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের পড়তে হয় দুর্ভোগে।আষাঢ়ের স্থবির জনজীবনএক মুহুর্তের জন্য ইচ্ছায় অনিচ্ছায় রাজধানীবাসীকে উপভোগ করতে হলো গুঁড়ি গুঁড়ি মেঘের খেলা। কেউবা বাসে, রিকশায়, মার্কেটের সামনে দাঁড়িয়ে এ দৃশ্য উপভোগ করছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ যাওয়ার অপেক্ষায় রয়েছে ফখরুল ইসলাম। ট্রেন ছেড়ে যেতে এখনো ঘণ্টা খানিক দেরি হবে বলে জেনেছেন তিনি। স্টেশনে দাঁড়িয়ে বৃষ্টি পড়া উপভোগ করছেন।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa