ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কর্মম‍ুখর শ্রমজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কর্মম‍ুখর শ্রমজীবীরা সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কর্মম‍ুখর শ্রমজীবীরা

সিলেট: আষাঢ়ের আকাশে বৃষ্টির ঘনঘটা। সকাল থেকে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। কখনো আবার বজ্র বৃষ্টিতে রূপ নিচ্ছে।

সোমবার (১৯ জুন) সকাল থেকে অন্ধকার হয়ে থাকা আকাশ ভেদ করে পড়া বৃষ্টির ফোটা অফিসগামী মানুষদের ব্যাঘাত না ঘটালেও কর্মজীবী মানুষের কর্মঘণ্টা নষ্ট করছে।

সরেজমিন দেখা যায়, রমজান মাসে সিলেটে দোকানপাট দেরিতে খোলে।

তবে বৃষ্টির মধ্যে  চাকরিজীবী মানুষ ছাড়া একান্ত প্রয়োজন বাদে কেউ বের হচ্ছেন না।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে বের হয়েছেন রিকশা ও সিএনজি অটোরিকশা চালকরা। এই বৃষ্টিতে ব্যবসায়ীরা ঘুমিয়ে সকালটা পার করলেও বসে নেই কর্মম‍ুখী ও শ্রমজীবীরা।

বৃষ্টি উপেক্ষা করেও কর্মমুখী মানুষকে নিয়ে ছুটছেন চালকরা। রিকশা চালকরা বৃষ্টি থেকে বাঁচতে নিজেদের শরীর মুড়িয়ে নিয়েছেন পলিথিনে। তাদের সংরক্ষণে থাকা পলিথিন দিয়ে বৃষ্টিতে না ভেজানোর চেষ্টা যাত্রীদেরও।
সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কর্মম‍ুখর শ্রমজীবীরা- ছবি: বাংলানিউজ

পলিথিতে বৃষ্টি না আটকাতে পেরে ছাতার সাহায্য নিতে দেখা গেছে রিকশায় চড়া অনেক যাত্রীদের।

তবে গত শনিবারের ন্যায় অবিরাম বর্ষণ হলে টানা তৃতীয়বারের ন্যায় নগরীর মানুষ ভোগান্তিতে শিকার হতে পারেন।

স্থানীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও কয়েকবার বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের ফলে সকালের সিলেটে আদ্রতা ২৭ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। পূর্ববর্তী ৯ ঘণ্টায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এনইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।