ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার: লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া নামক স্থানে টিলা ধসে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম বলেন, এর ফলে কালনি আন্তঃনগর ট্রেন ভানুগাছে এবং জয়ন্তিকা আন্তঃনগর ট্রেন কুলাউড়াতে আটকা পড়েছে।

মো. জাফর আলম বাংলানিউজকে বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে টিলা ধসে রেল লাইনে উপর পড়ে যাওয়ায় সোমবার সকাল সাড়ে ৮টা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। মাটি সরানো কাজ শুরু হয়েছে। আশা করা যাচ্ছে দুপুরের আগেই ঠিক হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বিবিবি/বিএস

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।