ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট

গাজীপুর: গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় অনেক জায়গা নিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সকাল থেকে বৃষ্টি ও যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার মানুষ।

সোমবার (১৯ জুন) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার জানান, ভোগান্তি এড়াতে কর্মজীবীদের পরিবারের লোকজন আগেভাগেই বাড়ি ফিরছেন।

যার ফলে মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে।

এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চারলেন উত্তীর্ণকরণ কাজ চলছে। এতে করে মহাসড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গাচুরা ও বৃষ্টির পানি জমে কাদায় পরিণত হয়েছে। ফলে যানবহন সঠিকভাবে চলাচল করতে বিঘ্ন ঘটছে। যার কারণে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা নবীনগর সড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেও হাইওয়ে পুলিশ মানুষকে ভোগান্তি থেকে স্বস্তি দিতে মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
আরএস/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad