ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
রাজশাহীর একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড

রাজশাহী: রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার হোটেল মেমোরি আবাসিক হোটেলের চতুর্থ তালার একটি রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ হাজার টাকার মালামাল ক্ষয়-ক্ষতি হয়েছে।

তবে কেউ হতাহত হননি।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার ওমর ফারুক জানান, ভোর সাড়ে ৫টার দিকে সাহেববাজার এলাকার হোটেল মেমোরি আবাসিক হোটেলের চতুর্থতলার একটি ঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের মধ্যে থাকা ২টি খাটসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই স্টেশন অফিসার।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad