ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘারপাড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামির মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
বাঘারপাড়ায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামির মৃতদেহ উদ্ধার

যশোর :  যশোরে দুইদল মাদক ব্যবসায়ীর কথিত গোলাগুলিতে পুলিশের হেফাজত থেকে ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া’ আসামি এক আসামি নিহত হওয়ার দাবি করেছে পুলিশ।

সোমবার (১৯ জুন) ভোর রাতে যশোর-নড়াইল সড়কের আয়াপুর এলাকায় তার লাশ পাওয়া যায়।

নিহত সাব্বির বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান বাংলানিউজকে বলেন, ভোর রাতে দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির সংবাদ জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থলে ‘হাতকড়াসহ পালিয়ে যাওয়া’ আসামি সাব্বিরের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একই সময় ঘটনাস্থল থেকে ১০৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় বলে জানান তিনি।

এর আগে, রোববার (১৮ জুন) রাত ৯টার দিকে বাঘারপাড়া থানার ওসি বাংলানিউজকে জানিয়েছিলেন, অস্ত্র-গুলি ও মাদকসহ তিনজনকে আটক করা হলেও হাতকড়াসহ সাব্বির পালিয়ে গেছে, চারদিকে এখন পাটক্ষেত বলে সাব্বিরকে গ্রেফতারে বেগ পেতে হচ্ছে।

*বাঘারপাড়ায় অস্ত্রসহ আটক ৩, হাতকড়াসহ একজনের পলায়ন

বাংলাদেশ সময়: ০৭৫৬ ঘণ্টা, ১৯ জুন ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।