ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে বিশ্ব বাবা দিবসে ৩ বাবাকে সম্মাননা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
যশোরে বিশ্ব বাবা দিবসে ৩ বাবাকে সম্মাননা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে দ্বিতীয়বারের মতো সাড়ম্বরে বিশ্ব বাবা দিবস উদযাপিত হয়েছে।

রোববার (১৮ জুন) দুপুরে যশোর ইনস্টিটিউটের আলমগীর সিদ্দিকী হলে ‘বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ’ আয়োজিত অনুষ্ঠানে তিন বাবাকে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননাপ্রাপ্ত তিন বাবা হলেন- যশোর পুরাতন কসবা ঘোষ পাড়ার বাসিন্দা ব্যাংকার মো. মনিরুজ্জামান, যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আবু তালেব ইসলাম ও যশোর ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট চৌধুরী মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সন্তানরা বাবাদের নিয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেন। বাবা ও সন্তান সমাবেশ, প্রাণবন্ত আড্ডা, গান ও কবিতায় সাজানো বর্ণাঢ্য আয়োজনে মুখর হয়ে উঠে পরিবেশ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম তারু।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ ও স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব প্রণব দাস।

পর্ষদের আহ্বায়ক হারুণ অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান পিকুল বলেন, বাবা নির্ভরতা ও আস্থার প্রতীক। সন্তানের সঙ্গে বাবার স্পর্শ যতো গাঢ় হবে, পারিবারিক বন্ধন ততো বাড়বে। আর পারিবারিক বন্ধন যতো দৃঢ় হবে, সমাজ থেকে অপরাধ প্রবণতা ততো কমবে। বাবা দিবসে সন্তন ও বাবাদের এ সমাবেশ আত্মার সম্পর্ককে আরও শক্ত করে তুলবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু তোরাব এম হাসান, প্রবীণ শিক্ষক শ্রীতারাপদ দাস, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জুন ১৯, ২০১৭
ইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।