ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় টাঙ্গাইল শহরের মূল রাস্তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় টাঙ্গাইল শহরের মূল রাস্তা

টাঙ্গাইল: সামান্য বৃষ্টি হলেই টাঙ্গাইল পৌর এলাকার অনেক রাস্তাই পানির নিচে তলিয়ে যায়।

রোববার (১৮ জুন) বিকেলে টানা একঘণ্টার বৃষ্টিতে শহরের মূল রাস্তাটি পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

পৌর এলাকার আকুর টাকুর পাড়ার রানা আহম্মেদ নামে এক ব্যবসায়ী বাংলানিউজকে বলেন, বৃষ্টি হলেই মাঝে মধ্যেই মেইন রাস্তাটি পানিতে তলিয়ে যায়। এর ফলে শহরের প্রাণকেন্দ্র নিড়ালার মোড়ে অনেক রাস্তা ঘুরে যেতে হয়।

ঢাকা ক্লিনিকে আসা মামুনুর রহমান নামে এক রোগীর স্বজন বাংলানিউজকে জানান, মেইন রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় বিকল্প রাস্তায় আসতে হয়েছে। সম্প্রতি রাস্তার দুই পাশে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেন তৈরি করা হয়েছে সেটি কোনো কাজেই আসছে না।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।