ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত ব্যক্তির আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত ব্যক্তির আত্মসমর্পণ

টাঙ্গাইল: টাঙ্গাইলে জঙ্গি সংশ্লিষ্টতায় অভিযুক্ত আতোয়ার রহমান খান (৫০) নামে এক ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (১৮ জুন) দুপুরে তিনি টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক অঞ্জন কান্তি দাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আতোয়ার জেলার কালিহাতী উপজেলা বল্লভবাড়ি গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ২৪ আগস্ট আতোয়ারের বাড়ি থেকে তার ভাড়াটিয়া জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) কয়েকজন সদস্যকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে ওই জেএমবি সদস্যরা ছাড়াও আতোয়ারের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে কালিহাতী থানায় মামলা দায়ের করে। তদন্ত শেষে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা আতোয়ারসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

এতোদিন আতোয়ার আত্মগোপনে ছিলেন। দুপুরে আত্মসমর্পণ করেন তিনি।


বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।