ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেন্দুয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
কেন্দুয়ায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১৮ জুন) বিকেলে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা ও বলাই শিমুল ইউনিয়নের রাজাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বড়তলা গ্রামের কৃষক সাইদুল হক (৬৫) ও রাজাইল গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩৫)।

মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিকেলে বড়তলা গ্রামের জালিয়ার হাওর সংলগ্ন মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা যান সাইদুল।

অপরদিকে, বলাই শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর তালুকদার মল্লিক বাংলানিউজকে জানান, রাজাইল গ্রামে নিজ বাড়ির আঙিনায় বজ্রপাতে মারা যান কৃষক কামরুল ইসলাম (৩৫)।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।