ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে বজ্রপাতে একই পরিব‍ারের ৩ জনসহ নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
ফরিদপুরে বজ্রপাতে একই পরিব‍ারের ৩ জনসহ নিহত ৫

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে একই পরিচারের তিন জনসহ চারজন ও সদরে এক গৃহবধূসহ পাঁচজন নিহত হয়েছেন।

রোববার (১৮ জুন) বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের চরমঈনূটঘাট সংলগ্ন মাথাভাঙ্গা এলাকায় পদ্মার চরে জমিতে কাজ করা অবস্থায় চারজন নিহত হন।

নিহতের মধ্যে বাবা, মা ও মেয়েসহ একই পরিবারের তিনজন রয়েছেন।

নিহতরা হলেন, একই পরিবারের সদস্য বাবা শেখ আরজান (৪৫), মা আনোয়ারা বগম (৩৫) ও মেয়ে বিথী আক্তার (১৫)। এরা পাশের সদরপুর উপজেলার আকটের চর ইউনিয়নের কুপারাম গ্রামের বাসিন্দা।

নিহত অপরজন হলেন চরভদ্রাসনের মাথাভাঙ্গা এলাকার জমির মোল্লার ছেলে বিল্লাল মোল্লা (৪০)।

এলাকাবাসীরা জানান, নিহতরা সকলে মাথাভাঙ্গা এলাকায় পাশাপাশি দুটি ক্ষেতে বাদাম তুলছিলেন। হঠাৎ বজ্রপাত শুরু হলে তারা তিনজন ঘটনাস্থলেই মারা যান। এর মধ্যে বিল্লালকে মুমুর্ষ অবস্থ‍ায় চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাম প্রসাদ ভক্ত।

এদিকে বিকেল ৩টার দিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেলে বজ্রপাতে নিহত হয়েছেন গৃহবধূ নার্গিস আক্তার (২৬)। নার্গিস ইউনিয়নের কবিরপুর এলাকার হাজী জয়নাল আবেদীনের ডাঙ্গি গ্রামের রেজাউল বেগের স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন নর্থ চ্যানেল ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান। তিনি বলেন, নার্গিস ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৭/আপডেট ২০৫৪ ঘণ্টা
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ