ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসে নিহত ৫

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসে নিহত ৫ ছবি: বাংলানিউজ (ফাইল ফটো)

ঢাকা: খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসে তিন শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে ৩ জন ও মৌলভীবাজারে ২ জন মারা গেছেন।

রোববার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।

খাগড়াছড়ি: সকালে খাগড়াছড়ির রামগড়ের পাতাছড়া এলাকায় পাহাড় ধসে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ওই এলাকার মো. মোস্তাফার ছেলে নুর রবী (১৪) ও সোহেল (১০)।

এদিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় পাহাড় ধসে ইটন চাকমা (৫) নামে এক শিশু নিহত হয়।

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় টিলা ধসে মা-মেয়ে নিহত হয়েছেন।

শনিবার (১৭ জুন) দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ডিমাই বতাউরা গ্রামের মৃত আব্দুস ছত্তারের স্ত্রী আছিয়া বেগম (৪৫) ও মেয়ে তাহমিনা বেগমের (১৫) মৃত্যু হয়। তাহমিনা স্থানীয় কেছরীগুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এর আগে, নিম্নচাপে টানা দু’দিনের বৃষ্টিতে সোমবার (১২ জুন) রাত থেকে বুধবার (১৪ জুন) সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষতি হয়।

রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার (১৭ জুন) পর্যন্ত ১৫৯ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

খাগড়াছড়ি ও মৌলভীবাজারে পাহাড় ধসের ঘটনার পর নিহতের মোট সংখ্যা ১৬২ জন।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।