ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে ট্রাকচাপায় ট্র্যাংকলরি চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
বড়াইগ্রামে ট্রাকচাপায় ট্র্যাংকলরি চালক নিহত

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় ট্রাকের চাপায় আমজাদ হোসেন (৫০) নামে এক ট্র্যাংকলরি চালক নিহত হয়েছেন।

রোববার (১৮ জুন) সকালে নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ হোসেনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কাটাজোলা গ্রামে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে আমজাদ ট্র্যাংকলরি  নিয়ে পাবনা থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। পথে কালিকাপুর ফজলিতলা এলাকায় তার গাড়ির ইঞ্জিন বিকল হয়। তিনি ইঞ্জিন মেরামত করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে দুর্ঘটনার পর ঘাতক চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।