ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
বান্দরবানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান বান্দরবানে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান

বান্দরবান: বান্দরবানে পাহাড় ধসের আশংকায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে অভিযানে নেমেছে প্রশাসন।

শনিবার (১৭ জুন) নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খানের নেতৃত্বে দিনব্যাপি জেলা সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ঝূকিপূর্ণ বসবাসকারী পরিবারগুলোর তালিকা তৈরির কাজ শুরু করে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, জেলা শহরের আশপাশের বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাহাড়ের পাদদেশে ঝূঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। পর্যায়ক্রমে পৌরসভার নয়টি ওয়ার্ডেই এ অভিযান পরিচালনা করা হবে বলে প্রশাসন সূত্রে জানা যায়।

অভিযানে পৌরসভা ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলীনূর খান বাংলানিউজকে বলেন, দুর্যোগ মন্ত্রণালয়ের নির্দেশে পাহাড়ের পাদদেশে ঝূঁকিপূর্ণভাবে বসবাসকারীদেরকে সরে যেতে অভিযান চালানো হচ্ছে। মৌখিক নির্দেশ প্রদান করা হয়েছে। এরপরও যারা নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের ঢালুতে বা পাদদেশে বসবাসকারীদেরকে পরবর্তীতে স্থায়ী পুর্নবাসনের পরিকল্পনা করছে সরকার বলেও জানান নির্বাহী ম্যজিস্ট্রেট আলীনূর খান।

বাংলাদেশ সময়: ০৪২৭ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।