ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জাতীয় চার্চ পরিষদের ৩ দিন ব্যাপী ক্যাম্প সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
জাতীয় চার্চ পরিষদের ৩ দিন ব্যাপী ক্যাম্প সমাপ্ত জাতীয় চার্চ পরিষদের ৩ দিন ব্যাপী ক্যাম্প সমাপ্ত। ছবি: বাংলানিউজ

বরিশাল: জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে সানডে স্কুল চিলড্রেন ক্যাম্পের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।

শনিবার (১৭ জুন) সমাপনী দিবসে শিশু চিত্রঅঙ্কন বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরামিকস বিভাগের সহকারী অধ্যাপক চিন্ময়ী সিকদার ও চারুকলা বরিশালের প্রশিক্ষক ,সাংবাদিক সুশান্ত ঘোষ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় চার্চ পরিষদের অনুষ্ঠান সম্পাদক আলবার্ট দীপংকর বিশ্বাস ও সহকারী অনুষ্ঠান সম্পাদক যোয়াশ নিটোল বাড়ৈ।

প্রশিক্ষণ শিবিরে বরিশালের, ঝালকাঠী ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন চার্চের সান্ডে স্কুলের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শিক্ষা, স্বাস্থ্য পরিবেশ, কাগজ দিয়ে তৈরি কারুশিল্প, চিত্রশিল্প নিয়ে গত ১৫ জুন ব্যাপটিষ্ট মিশন গার্লস স্কুলে ৩ দিনের এ প্রশিক্ষণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।