ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে ইভ টিজিং এর দায়ে দুই যুবকের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ফেনীতে ইভ টিজিং এর দায়ে দুই যুবকের কারাদণ্ড

ফেনী: ফেনীতে ইভ টিজিংয়ের দায়ে দুই যুবককে তিনদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক এ কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেনীর বিপণি বিতান শহীদ মার্কেটের দুই যুবক রোজিনা আক্তার নামে এক নারীকে ইভ টিজিং করে।

ইতিপূর্বেই সেখানে ইভ টিজিং এর ঘটনায় রিপোর্ট করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নম্বর দেওয়া ছিল। রোজিনা ওই নম্বরে ফোন করে জানায় দুই যুবক তাকে উত্যক্ত করছে। এ তথ্যের ভিত্তিতে সঙ্গে সঙ্গে শহীদ মার্কেটের সামনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।

এ সময় মো. মিঠু ও মো. নাজমুলকে আটক করে তাদের দুজনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শ্যামল চন্দ্র বসাক বাংলানিউজকে জানান, ইভটিজিং এর বিরুদ্ধে জেলা প্রশাসনের সর্বোচ্চ সতর্কতা রয়েছে। ঈদকে ঘিরে শপিং মল গুলোতে ইভ টিজিং ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।