ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে দুর্বত্তরা

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নিজ সরিষা গ্রামের একটি পুকুরে বিষ দিয়ে প্রায় ৬ লাখ টাকার মাছের পোনা নিধন করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৭ জুন) ভোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুরের মালিক সাইফুল ইসলাম স্থানীয় আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন।

তিনি জানান, প্রায় ৫০ শতাংশ পুকুরে প্রায় ৬ লাখ গুলশা মাছের পোনা ছাড়েন। কিন্তু ভোরে দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছগুলো মেরে ফেলে। এতে তার পায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে স্থানীয় উপজেলা সিনিয়র মৎস কর্মকার্তা এ এস এম সানোয়ার রাসেল বলেন, পুকুরের মরা মাছ ও পানি পরীক্ষার জন্য নিয়ে আসাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।