ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সড়ক স্থবির ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
গাজীপুরে সড়ক স্থবির ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে দীর্ঘ যানজটে ভোগান্তিতে যাত্রীরা

গাজীপুর: গাজীপুরে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা সড়ক। শনিবার (১৭ জুন) ভোরে শুরু হওয়া এ যানজট ক্রমেই বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার যাত্রী।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন সরকার বাংলানিউজকে জানান, শুক্রবার রাতে কালিয়াকৈরে বংশাই ব্রিজের মেরামত কাজ করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একলেন দিয়ে যানবাহন চলাচল চালু রাখা হয়। ফলে কালিয়াকৈর বাজার এলাকা থেকে কোনাবাড়ী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এদিকে শনিবার সকালে চন্দ্রা-নবীনগর সড়কের জিরানী এলাকায় ট্রাক উল্টে সড়কের একপাশ দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যাওয়ায় আরো প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

এছাড়া চারলেনে উত্তীর্ণকরণ কাজ চলার কারণে অতিরিক্ত কাদায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। এ কারণে যানজট আরো বেড়েছে।

হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।    

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
আরএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।