ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ওসমানীতে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
ওসমানীতে যাত্রা বিরতি করবেন প্রধানমন্ত্রী

সিলেট: তিন দিনের সফর শেষে সুইডেন থেকে ঢাকা ফেরার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ জুন) সকাল ৯টা ১০মিনিটে তাকে বহনকারী বিমানের ফ্লাইট (বিজি-০০২) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করতে পারেন বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

বিমানবন্দর সূত্র জানায়, ওসমানী বিমানবন্দরে অবতরণের পর ভিভিআইপি লাউঞ্জে স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বাংলানিউজেক জানান, ‘প্রধানমন্ত্রী দেশে ফেরার পথে সিলেটে এক ঘণ্টা যাত্রাবিরতি করবেন। এ সময় তিনি সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

উল্লেখ্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বাংলানিউজকে জানান, আবহওয়ার খারাপ থাকায় কারণে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সকাল ৯টা ১০মিনিটে ওসমানীতে অবতরণের কথা থাকলেও সেখানে না করে ঢাকায় অবতরণ করে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
এনইউ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।